ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অভ্যন্তরে বহিরাগত সন্ত্রাসীদের হাতে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলের নিরাপত্তা এবং দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে মুক্তিযুদ্ধের ভাস্বর্য ‘দুর্বার বাংলা’ চত্বরে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী আনিছুর রহমান ভূঞার সভাপতিত্বে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের তত্বাবধায়ক প্রকৌশলী ড. জুলফিকার হোসেন, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (তড়িৎ) হুসাইন মুহাম্মদ এরশাদ, সহকারি পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহমুদুল হাসান, সহকারি পরিচালক (স্টোর) জাহাঙ্গীর হোসেন, ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মামুনুর রশীদ জুয়েল, ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ইমরান আলী রনি, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইউসুফ আলী খলিফা, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান রুপম, খানজাহান আলী থানা শাখার ছাত্রলীগ সভাপতি সেলিম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা আবু হেনা বাবলু প্রমুখ।
কুয়েটের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনায় মানবন্ধন ও প্রতিবাদ সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/