যশোর প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৮৪ হাজার ২৯০ শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৮২ ও ছাত্রী ৯২ হাজার ২০৮ জন।
খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। ২৭৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধবচন্দ্র রুদ্র বুধবার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্নে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরীক্ষা পরিচালনায় শিক্ষা বোর্ডের নিজস্ব টিম ছাড়াও ১০ জেলায় ১১টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এই টিমে সদস্য করা হয়েছে মাধ্যমিক ও কলেজশিক্ষকদের। এছাড়াও উপজেলা প্রশাসনের ভিজিলেন্স টিম থাকবে।
কাল থেকে এসএসসি পরীক্ষা: যশোর বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৮৪ হাজার ২৯০
https://www.facebook.com/dailysuprovatsatkhira/