Site icon suprovatsatkhira.com

কবিতা: শান্তা-শাওন রপ্তান

শান্তা তুমি আমার বড় মেয়ে।
ছোট বেলা ছিলে শান্ত,
বড় হয়ে উঠলে অশান্ত-
কবে যে শান্ত জীবন ফিরে আসবে,
তাও আমি জানি না।
শাওন নামটা খুব ভালো,
ছোট বেলায় নাম দিয়েছিলেন-
তোমার পিসিমা ছবি রানী রপ্তান।
ছাত্র জীবন থেকে শুরু করলে ভালো,
তুমি হয়ে উঠলে অশান্ত,
জানিনা কবে তোমার শান্ত-
জীবন ফিরে পাবে।
মা-বাবা শেষ আশায় বসে আছে,
তোমরা মানুষের মতো মানুষ হবে-
ডা. রাধা পদ রপ্তান। কাব্য তীর্থ।
সে সব সময় তোমাদের জন্য সংগ্রাম-
চালিয়ে যাচ্ছে। তোমরা যদি,
মানুষের মত হয়- আশীর্বাদ করি,
তোমাদের কর্মময় জীবন ভরে উঠুক।
আলোয় উজ্জ্বল হয়ে ফুটে-
উঠুক, তোমাদের জীবন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version