কন্যা তুই হরিণের মেয়ে
বন বাদাড়ে ঘুরিস,
আমারে তুই গাছের ছায়ে ছায়ে
ঘুরে নৃত্য শেখাস।
আমি বনের ভিতর হাঁটি
পায়ে কাটা ফুঁটাই,
তোর চলার পথে গভীর ধ্যানে
পায়ের চিহ্ন খুঁজি।
শ্বাপদ ভরা জঙ্গলেও যাই
বাঘের বিঘ্ন ভুলি,
বনের গুহায় মশাল জ্বেলে ঢুকি,
সিনায় মাটি কাটি।
আমার সাপের ফনায় ভয় করে না
কিম্বা বাঘের ডাকেও,
কারণ; ‘বাঘে ধরলে আঠার ঘা’
কন্যা, তোর পিরিতে ধরলে তো ছাড়ে না।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/