বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, রূপের তাঁর নেইকো শেষ। যে’দিকে দু’চোখ যায়, মন ভরে, তাঁর রূপের মায়ায়। সবুজ মাঠ আর সোনালী ফসলে, বাংলার প্রান্তর সৌন্দর্যে জ্বলে। অসংখ্য নদী, হাওড় আর বিল, বাংলায় এনেছে, বৈচিত্র্য-অনাবিল। পাল তোলা নৌকোয় মাঝি সেথায়, আপন মনে ভাটিয়ালি গায়। বাতাসের তালে-তালে ছুটে চলে সুর, সমুদ্রের বুকে জাগে মহাকালের নূর। দূরের পাহাড়গুলো পাশাপাশি বসে, একসাথে খেলিছে অনবরত হেসে। হরেক শাখী প্রশান্তির রেশে, হৃদয়ের রঙে, রাঙিল শেষে। সবুজ আবহে, কুহু কুহু রবে, ক্লান্তি দূর হয় উপস্থিত সবে। চাষী, জেলে, কামার, কুমোর, মোরা ভাই-ভাই, পুরোদস্তুর। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রীস্টান, সকলে আমরা, সমান, সমান। বাঙালি জাতি মোরা, বিজয়ী বীর, সমরে আগুয়ান লক্ষ্যে স্থির। সবুজ পতাকার রক্তের দাগ, তুলে ধরে স্বাধীনতার সীমাহীন ত্যাগ।।
8,576,000 total views, 3,770 views today