ভালবাসা যেন ডানাওয়ালা পিপঁড়া
আগুনে যে ঝাপ দেয় আলোর আশায়,
দুটি দেহের মাঝে বুনোওয়ালা আখড়া
জ্বলনে সে জ্বলে কি সুখের নেশায়।।
দহন শেষ হয় সিগারেটের ধোঁয়ার মত
দু’জনে পৃথক হয় পড়ে রয় পোড়া ছাই,
যদি আসে প্রেম কভু মেঘের ছায়ার মত
ধরতে তারে সে উম্মাদ তারে চাই।।
ভালবেসে দুটি মন এক হয়ে ভাসে
শুষ্ক ফুলে তারা পূজে আর দেবতায়,
পাপী হাতে তারা যে মালা দেয় বিষেঁ
প্রতারক হয়ে যে অভিশাপ নিতে হয়।।