সোনা পাখি বলে ডাকা মানুষটিকে পেতে চাই মন,
তার নেশায় বিভোর হয়ে থাকতে চাই সারাক্ষণ।
দিনরাত্রি ভেবে যায়, কখন যে তার সময় হয়,
এত মানুষের ভিড়ে পাখির দেখা যে না পাই।
কাজলমাখা দুটি আঁখি প্রতিটা দিনই দিচ্ছে ফাঁকি,
পাখি তো জানেই না, তার বিহীন আমি কত কষ্টে থাকি।
তার মায়া মুখ ভাসতে দেখি যখন ঐ আকাশে,
অন্তর কেপে কেপে উঠে পাখিহীন শূন্যতার বাতাসে।
প্রতিরাতে মিছে স্বপ্ন নিদ্রাবিহীন আমাকে জ্বালায়,
পিছু নেওয়া মিছে আশা কষ্টের আগুনে পোড়ায়।
তোমার ভালবাসি এই কথাটি যখন বারবার বাজে,
কোনোভাবেই অবুজ মন বসাতে পারি না কাজে।
পাষাণীর কথাগুলো বিশ্বাস করা ছিলো আমার ভিষণ নেশা,
তাই বুজি আজ সব কিছু ঠিক থাকতেও আমার হল এ বেহাল দশা।
পাখিটি কে এত যত্নে রাখার পরও গেলো উড়ে,
ভালবাসার শূন্য খাঁচা পড়ে আছে, পাখি কি ফিরবে নীড়ে?