জীবনের গুরুভার তুলি সবে কাঁধে, যেন না পড়ি কেহ মরণ ফাঁদে। যাতনা যাতে দুঃখ পাবো তাতে, এখুনি সময় ভবে জীবন গড়াতে। ত্যাজিবো বিশ্বে বিষময় জীবন, শান্তিতে যেন হয় অবনীতে মরণ। ঝলমলে বেলায় হাওয়ায় হাওয়ায়, বৃক্ষ তলায় কতো সুখ পাওয়া যায়! আল্লাহতায়ালা যা ভুবনে বিলায়, গ্রীষ্ম বেলায় কেহ ভোলে কী তায়? চিনবো অচেনাকে জানবো অজানাকে, চেনাবো এ চরাচর বাসীকে। টনক নাড়িয়ে জীবনটাকে গড়ে তুলবো চমকে চমকে। মহান যে জন যায় যে রথে, আমরা সবে চলিবো সে পথে, অমীয় বাণী শোনাবো সাথে, যেন সর্বজনে মাতে মোদের সাথে। ধরবো আজি জীবন বাজি, সুপথেতে চলতে রাজি। শিশু-কিশোর কুসুম কনক, মোর বাণীতে নাড়াবে কী টনক?
8,574,800 total views, 2,570 views today