আজিকার তুমি না, সে সোনা বদন
এ মূর্তি দেখি না, ভাবি না তারে,
বাহির বন্দরে।।
পারে না হতে যা, হয়েছো তুমি তা
আমার গোলাপের, কলঙ্ক কাঁটা,
বিঁধিলে অন্তরে।
আমারই আমাকে, ক্ষণিক বোঁঝালাম
তোমারই যে কায়া, মায়াতে ছায়া,
ভবের সন্দরে।
তাই বলে কি প্রীতি, অলীক অনুসৃয়া
মিথ্যা ভালবাসা, ভব ভবানী,
অসীম অম্বরে।।
জাগিয়া আছে সে, খুশিরই মুহূর্ত
বারে বারে ফেরা, ঝলক ঝরা,
সে রাতি রন্ধ্ররে।
প্রসাদ ডালিতে, ঝরা ফুল মালা
ছবি হয়ে তুমি, দুলিতে থাক,
মনের মন্দিরে।
কোনদিন যদি, খরা অবেলায়
সন্ধ্যার পূজাতে, অশ্রু দু’চোখে,
গহীন কন্দরে।।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/