Site icon suprovatsatkhira.com

কবিতা: অচল আধুলি

ধরার ধুলি তলে লুটিয়ে আমি অচল আধুলি
আমার জীবন জুড়ে এখন শুধুই গোধুলী।
যখন আমার যৌবন ছিল কদর ছিল বেশী
শেষ বিকেলে নেই কোন দাম কাঁদি অহর্নিশি।
কেউই রাখেনা খোঁজটি আমার অবহেলায় ভাসি
শূন্য বুকে অথই সাগর ব্যথা রাশি রাশি।
আমায় দিয়ে যখন কিছু হতো বিনিময়
তখন আমার জীবন ছিল রঙিন বর্ণময়।
সব হারিয়ে কবে কখন দুঃখের জলে ভাসি
সে খবর টি অতীত এখন, দিল গলায় ফাঁসি।
রাজাধিরাজ বল্লো হেসে……………..সিকি আধুলি
নাইরে দাম নাইরে দাম দাওনা ছুড়ে ফেলি।
অমনি সবাই পকেট ঝেড়ে, মাটির ব্যাংকটি ভেঙে
মায়ার বাঁধন ছিন্ন করে ছুড়লো মরা গাঙে।
কাদা জলে ধরার তলে হলো তখন ঠাই
তখন থেকে শূন্য জীবন কোন আপন নাই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version