জানুয়ারি ১৯, ২০১৯
ঊর্ধ্বতনদের খুশি করতে যানবাহন চালকদের বিরুদ্ধে হাজারো মামলা!
যশোর প্রতিনিধি: যশোরে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনতে নানামুখী উদ্যোগ থাকলেও কার্যত এর তেমন কোন সুফল মিলছে না। উদ্যোগের অংশ হিসেবে যানবাহনকে নিয়ম মানাতে মামলা ও জরিমানা আদায় চলছে জোরেসোরে। এক্ষেত্রে অনেকটা প্রতিযোগিতা হচ্ছে ট্রাফিক সার্জেন্টদের মধ্যে। যে যতো বেশি মামলা দিতে পারেন তিনিই ঊর্ধ্বতনদের কাছে ততো বেশি ভালো কর্মকর্তা। তাই সকাল থেকে শুরু হয় ট্রাফিক সার্জেন্টদের মামলা দেয়ার প্রতিযোগিতা। যশোর ট্রফিক পুলিশের ইন্সপেক্টর সাখাওয়াত হোসেনের কাছে প্রতি মাসে মামলার টার্গেট কত জানতে চাওয়া হলে তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন। বলেন অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন কেন। কোন কিছু জানতে হলে এসপি অফিস থেকে জেনে নেন। অথচ নাম প্রকাশ না করার শর্তে তার উর্দ্ধতন কর্তারা বলেন প্রতিমাসে ট্রাফিক পুলিশের মামলার টার্গেট থাকে। উর্দ্ধতন কর্তাদের বেধে দেয়া টার্গেট দায়িত্বরত সার্জেন্টদের পূরণ করতে হয়। তা নাহলে তাকে অদক্ষ অফিসার হিসেবে গন্য করা হয়। 8,618,104 total views, 9,761 views today |
|
|
|