Site icon suprovatsatkhira.com

আ’লীগ গণমানুষের জন্য কাজ করে: এমপি আফিল

এম ওসমান/মাহবুব আলম, শার্শা (যশোর): নবনির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, আন্দোলনে ব্যর্থদের জনগণ ভোটেও প্রত্যাখ্যান করেছে। তাদের এ আন্দোলন নামের জ্বালাও পোড়াওয়ে আমার মনে হয় জনগণেরও মাথা ব্যাথা নেই। আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেই গণমানুষের কাতারে গিয়ে কাজ করে। শনিবার বিকেলে শার্শা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও তার অঙ্গ সংগঠনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে এ দেশ স্বাধীন করে বঙ্গবন্ধু সোনার বাংলা তৈরি করতে চেয়েছিলেন। মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন দেশের মানুষের জন্য কাজ করার। সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ গড়তে যেভাবে তিনি কাজ শুরু করেছিলেন তাতে আর ১০ বছর দেশ চালাতে পারলে এ দেশ উন্নত সমৃদ্ধ দেশ হতো। কিন্তু পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি-জামায়াত তা করতে দেয়নি। তারা ৭৫ এর পর ২৯ বছর দেশ চালায়। এ সময় তারা মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল।
তিনি বলেন, আপনারা যে আশা নিয়ে নৌকায় ভোট দিয়েছেন, যে আশা নিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছেন, তার প্রতিদান আওয়ামী লীগই দেবে, তাদের আশা আওয়ামী লীগই পূরণ করবে- ইনশাআল্লাহ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম আসিফ-উদ-দৌলা সরদার অলক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ ওয়াহিদুর রহমান, আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন শিমুল, বেনাপোল পৌর আ’লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, আবুল কালাম আজাদ, হোসেন আলী, হাদিউজ্জামান, আব্দুর রসিদ, হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু, আয়নাল হক, ইলিয়াছ কবির বকুল, মিজানুর রহমান, কৃষকলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী গগন, উপজেলা বাস্তুহারা লীগের সভাপতি আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, ডিহি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান খাঁন, লক্ষণপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বেনাপোল ইউনিয়ন সাধারণ সম্পাদক শহিদুজ্জামান, পুটখালী ইউনিয়ন সভাপতি আব্দুল গফ্ফার সরদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন, গোগা ইউনিয়ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, কায়বা ইউনিয়ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, উলাশী ইউনিয়ন সাধারণ সম্পাদক সাহেব আলী, শার্শা ইউনিয়ন সভাপতি কাওসার আলী, সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, নিজামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version