Site icon suprovatsatkhira.com

আলিমগেটে গণধর্ষণের ঘটনায় তিন জনকে আসামি করে মামলা

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন আলিম সিটিগেট রেললাইন এলাকায় গণধর্ষণের ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে খানজাহান আলী থানায় তিন জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে। মামলার দায়েরের পরই অভিযুক্ত ধর্ষকদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে। ধর্ষিতার অসহায় দরিদ্র পরিবারের আর্তনাতে এলাকাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি ধর্ষকদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানান, আফিলগেট এলাকায় দশম শ্রেণীর ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সুকৌশলে আলিম সিটিগেট এলকার একটি পরিত্যক্ত ভবনের ছাদে নিয়ে তিন বন্ধু মিলে ধর্ষণের ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে খানজাহান আলী থানায় মঙ্গলবার রাতে মামলা দায়ের করেছে (মামলা নং ২১ তাং ২৯/১/১৯। মামলার আলীমগেট কলাবাগান এলাকার রুস্তম মাস্তানের ছেলে সাগর, তার বন্ধু একই এলাকার রেনু মিয়ার পুত্র বেল্লাল হোসেন এবং টোকেনের পুত্র শফিকুর রহমান শফিককে আসামি করা হয়েছে। এ ব্যাপারে এডিসি শেখ ইমরান হোসেন এই প্রতিনিধিকে জানিয়েছেন আসামিদের গ্রেফতারকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে তাদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত আসামিদেরকে গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করা হবে।
এ দিকে গতকাল ভিকটিমের বাড়িতে গিয়ে দেখা যায় অসহায় দরিদ্র পরিবারের সদস্যরা লোকলজ্জায় ঘর থেকে বের হতে পারছে না। ভিকটিমের বৃদ্ধ পিতা জানান দীর্ঘ ছত্রিশ বছর যাবত আল্লাহ’র ঘরের একটি দায়িত্বপালন করে আসছি। হাজারও দারিদ্রের মধ্যে কখন কোন দিন কোন মাথানত করিনি। কান্না জড়িত কন্ঠে এমন এমন কথা বলে কন্যার ভবিষ্যতের কথা ভেবে তারা বারবার মূর্ছা যাচ্ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি রাতে সাগর নামে এক যুবক তাকে কিছু কেনাকাটার করে দেবার প্রলোভন দেখিয়ে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরিয়ে সন্ধ্যায় তার বন্ধু শফিক ও বেল্লালকে নিয়ে ধর্ষণ করে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version