Site icon suprovatsatkhira.com

আফিল উদ্দিনকে মন্ত্রী হিসেবে দেখার দাবি ভারত-বাংলাদেশ ব্যবসায়ী সংগঠনের

বেনাপোল প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসন থেকে তৃতীয় বারের মত বিপুল ভোটে বিজয়ী শেখ আফিল উদ্দিনকে মন্ত্রী হিসেবে দেখার দাবি জানিয়েছেন ভারত-বাংলাদেশের ব্যবসায়ী সংগঠনগুলো।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে তাকে মন্ত্রী করার দাবি ক্রমেই জোরালো হয়ে উঠেছে। স্বাধীনতার পর থেকে যশোর-১ আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। শেখ আফিল উদ্দিন দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ায় শেষ তিনটি জাতীয় নির্বাচনেই তিনি জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হয়েছেন।
সরকার বেনাপোল বন্দর থেকে প্রতিবছর ৭ হাজার কোটি টাকার রাজস্ব আয় করে। দেশের সর্ববৃহৎ এই স্থল বন্দরের সাথে ভারতের প্রতি বছর ৩০ হাজার কোটি টাকা বাণিজ্য হয়ে থাকে। অথচ অদ্যাবধি এই বন্দরের দেখভাল করার মত কোন অভিভাবক নেই।
ভারতের অল ইন্ডিয়া সিএইচএ সংগঠনের সভাপতি রাজু গোস্বামী বলেন, ভারতের সাথে বাণিজ্যিক উন্নয়নে বেনাপোল থেকে একজন মন্ত্রী হলে দু’দেশের ব্যবসা-বাণিজ্যে আরো গতিশীলতা আসবে। বাড়বে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য।
বেনাপোল বন্দর ব্যবহারকারীর বৃহত্তর সংগঠন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নুরুজ্জামান বলেন, বেনাপোল দেশের একটি সর্ববৃহৎ স্থল বন্দর। এই বন্দর থেকে সরকারকে আমরা প্রতি বছর ৭ হাজার কোটি টাকা রাজস্ব প্রদান করে থাকি। দু’দেশের মধ্যে বাণিজ্য বন্দর উন্নয়নে সরকারের কাছে জোর দাবি করছি সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকে মন্ত্রী করার জন্য।
শার্শা উপজেলা চেয়ারম্যন সিরাজুল হক মঞ্জু বলেন, এবার জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিনকে যশোর-১ আসন থেকে আমরা ২ লক্ষ ১১ হাজার ৪৪৩ ভোট দিয়ে বিজয়ী করেছি। নিকটতম প্রার্থী পেয়েছে মাত্র ৪ হাজার ৯৮১ ভোট। আমাদের প্রাণের দাবি শেখ আফিল উদ্দিনকে এবার মন্ত্রী করা হোক।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version