Site icon suprovatsatkhira.com

৬৫ ঊর্ধ্ব নাগরিক বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

যশোর প্রতিনিধি: ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ একাত্তরের পরাজিত শক্তিকে লাল কার্ড দেখিয়ে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করেছেন। তারা যেন আবার মাঠে এসে লাল-সবুজ পতাকাকে অপমান করতে না পারে এজন্য মুক্তিযোদ্ধাদের ভ্যানগার্ড হিসেবে ভূমিকা রাখতে হবে। বুধবার যশোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এর আগে তিনি যশোরের চৌগাছা, শার্শা, কেশবপুর এবং বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছে। এবার প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে দেশের ৬৫ বছরের ঊর্দ্ধে সব নাগরিক এবং এক বছরের নিচের শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। আর আগামী নির্বাচনে জয়ী হলে দেশের সবার জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। মন্ত্রী বলেন, দেশের জন্য যারা জীবন বাজি রেখে স্বাধীনতা এনেছেন, সেই মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য উপযুক্ত বাসস্থান থাকবে না, এটা হতে পারে না। তাই বর্তমান সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাড়ি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ১০ লাখ টাকা ব্যয়ে কিছু মুক্তিযোদ্ধাদের বাড়ি নির্মাণ করা হয়েছে। এবার ১৫ লাখ টাকা ব্যয়ে মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ করা হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। দুই তিন মাসের মধ্যে এই কাজ শুরু হবে। এই সুবিধা সব মুক্তিযোদ্ধা পাবেন না। শুধুমাত্র অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা বাড়ি পাবেন। সেই হিসেবে মোট মুক্তিযোদ্ধার ১০ শতাংশ এই সুবিধার আওতায় আসবেন। সারাদেশের যেসব স্থানে পাকবাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়েছে, সেখানে ‘যুদ্ধক্ষেত্র স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হবে। সেই পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে।
জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন, যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দীন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-৬ আসনের সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ, মুযাহারুল ইসলাম মন্টু, সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী স্বপন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন,সহ-সভাপতি একেএম খয়রাত হোসেন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version