Site icon suprovatsatkhira.com

হারির টাকা না দিয়ে জোরপূর্বক ঘের করার অভিযোগ, আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় জোরপূর্বক চিংড়ি ঘের করার অভিযোগে থানায় দরখাস্ত ও হারির টাকা আদায়ে আদালতের মামলার ঘটনায় বিচারক ঘের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
রোববার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল আদালতে উপজেলার নায়েবখালী গ্রামের জমির মালিক প্রদীপ কুমার সরদার এ মামলা করলে বিচারক ঘের মালিক কামরুল গাজীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ভুক্তভোগী পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোলাদানা ইউনিয়নের নায়েবখালী গ্রামের মৃত সুধীর কুমার সরদারের বয়ারঝাপা ও পারবয়ারঝাপা মৌজায় ৩২বিঘা জমিতে স্থানীয় মৃত হামিদ গাজীর ছেলে কামরুল গাজী দীর্ঘদিন চিংড়ি ঘের করে আসছেন। ইতিপূর্বে হারির টাকা না দেওয়ায় কামরুলের বিরুদ্ধে আদালতে মামলা হলে সে আংশিক টাকা দিলে ১ম দফায় মীমাংসা হয়।
জমির মালিক প্রদীপ সরদার অভিযোগ করেন ভুমিদস্যু কামরুল গাজী দীর্ঘদিন বিনা ডিডে হারির টাকা না দিয়ে জোরপূর্বক চিংড়ি ঘের করে আসছেন এবং তার দু’ভাই রব ও আসলাম গাজীর আশ্রয় প্রশ্রয়ে এ ঘটনা ঘটেছে।
তিনি আরও অভিযোগ করেন গত ১৩ জানুয়ারি আমিন নিয়ে তাদের পৈত্রিক জমির সীমানা চিহ্নিত করতে গেলে ভূমিদস্যুরা বাধা দিয়ে মারপিটসহ জীবন নাশের হুমকি দেয়। এ ঘটনায় প্রদীপ সরদার জীবনের নিরাপত্তা চেয়ে রব, আসলাম ও কামরুলের বিরুদ্ধে ১৫ জানুয়ারি থানায় জিডি করেন।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা থানার এসআই লিটন কুমার বিশ্বাস অভিযোগের প্রাথমিক সত্যতার কথা জানিয়ে বলেন, মূল সমস্যা অনেক গভীরের। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বিষয়টি সমাধানের জন্য দু’পক্ষকে নিয়ে বসবেন বলে জানিয়েছেন।
এ দিকে অনাদায়ী হারির টাকা আদায়ে ভুক্তভোগী প্রদীপ সরদার রোববার সকালে ঘের মালিক কামরুল গাজীর বিরুদ্ধে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর-৩৯/২০১৯ মামলা করলে বিচারক পলাশ কুমার দালাল গ্রেফতারি পরোয়ানা জারি করেন বলে এ মামলার কৌশুলিরা জানান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version