স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্কুল ব্যাংকিং হিসাব খোলা ও বিনামূল্যে ডেবিট কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলার লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের হিসাব খোলা ও বিনামূল্যে ডেবিট কার্ড বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপক নজরুল ইসলাম, কর্মকর্তা আলতাফ হোসেন ও শ্যামল কুমার মন্ডল প্রমুখ। স্ট্যান্ডার্ড ব্যাংকের আওতায় পরবর্তীতে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ও নবারুন বালিকা উচ্চ বিদ্যালয়েও শিক্ষার্থীদের হিসাব খোলা ও বিনামূল্যে ডেবিট কার্ড বিতরণ করা হবে। উক্ত অ্যাকাউন্টে জমাকৃত টাকার উপরে ৪.৫% হারে মুনাফা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি