কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এসএমসি’র সভা অনুষ্ঠিত হয়েছে। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা অধিবেশন স্থায়ীত্বশীল করার লক্ষে রোববার (১৩ জানুয়ারি) ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা কার্যক্রম নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় এবং বিদ্যালয়ের আয়োজনে প্রধান শিক্ষক হযরত আলীর সভাপতিত্বে ও নবযাত্রা প্রকল্পের জেন্ডার অর্গানাইজার বন্দনা মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি মোহাম্মদ সুরত আলী। সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।