জানুয়ারি ৯, ২০১৯
সুগুনা পোল্ট্রি ফিডের সহকারি ম্যানেজার শান্ত হত্যার মূল রহস্য উৎঘাটন
![]() ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার খানজাহান আলী থানাধীন শিরোমণি বিসিক এলাকায় সুগুনা পোল্ট্রি ফিডের সহকারি ম্যানেজার মোস্তফা সাবিবুর রহমান শান্ত হত্যার মূল রহস্য উৎঘাটন করেছে পুলিশ। ডিপোর পণ্য আনা নেওয়া কাজে ব্যবহৃত পিকাপের ড্রাইভার আব্দুল গণি শেখ ম্যানেজার শান্তকে ফোন করে কৌশলে ডিপোর প্রধান ফটকের তালা খুলে ভিতরে ঢুকে টাকা লুটের উদ্দেশ্যে তাকে নৃশংসভাবে হত্যা করে। এ সময় তার সাথে ডিপোর সর্দার তৈয়মুর রহমান এবং ডিপোর শ্রমিক কাইয়ুম হাওলাদার ও নুর আলম ছিলো বলে গ্রেফতারকৃত দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ। 9,124,504 total views, 407 views today |
|
|
|