সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ জানুয়ারি) জেলা তথ্য অফিসার ও সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. মোজাম্মেল হক এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ১৭ ও ১৮ জানুয়ারি বিকাল ৫টা হতে রাত ৮টা, মনোনয়নপত্র দাখিল ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা, মনোনয়নপত্র বাছাই ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা হতে রাত ৭টা, আপত্তি গ্রহণ ও শুনানি ২১ জানুয়ারি সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২২ জানুয়ারি রাত ৯টায় এবং ভোট গ্রহণ করা হবে ২৬ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি