এসএম নাহিদ হাসান: আজ সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে। সাতক্ষীরা শহরের অদূরে সংগ্রাম টাওয়ারের দ্বিতীয় তলায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শুরু হচ্ছে এ কর্যক্রম।
ইতিমধ্যে গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদানের জন্য এখানে প্রস্তুত করা হয়েছে অভ্যর্থনা ও পরামর্শ ডেস্ক, বৃহৎ পরিসরে ওয়েটিং স্পেস ও টয়লেট সুবিধা। এ কেন্দ্র থেকে পাঁচটি ডেস্কের মাধ্যমে সপ্তাহে পাঁচ দিন পরিচালিত হবে ভিসা প্রদানের কার্যক্রম। শুক্রবার ও শনিবার বাদে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কোন প্রকার ভোগান্তি ছাড়াই মিলবে ভিসা সেবা।
এ ব্যাপারে সাতক্ষীরা ভিসা সেন্টারের ইনচার্জ মৃণাল কান্তি ঘোষ জানান, আমাদের সব প্রস্তুতি শেষ। সকাল ৮টা থেকে আমাদের এই ভিসা সেন্টারে সর্বসাধারণ ভারতীয় ভিসার আবেদন জমা দিতে পারবেন।