ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ও বাংলাদেশ আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করায় সাতক্ষীরা পিডিবিএফ অ্যাম্পোলোয়িজ ইউনিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে অভিনন্দন জানান নেতৃবৃন্দ।
শনিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় শহরের পলাশপোল চৌধুরীপাড়াস্থ কার্যালয়ে পিডিবিএফ অ্যাম্পোলোয়িজ ইউনিয়ন সিবিএ-২১৩৯, সাতক্ষীরা অঞ্চলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শংকর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক বিল্লাল হোসেন।
উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি চয়ন কুমার সানা, অর্থ সম্পাদক সেলিম সরওয়ার, প্রচার সম্পাদক আব্দুস সালাম, কার্যকরী সদস্য বেল্লাল রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন আর সমৃদ্ধি ধরে রাখতে আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই শেখ হাসিনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে এই দেশের উন্নয়নকল্পে সকলের জায়গা থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে।