Site icon suprovatsatkhira.com

সাগরদাঁড়িতে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কেশবপুরের সাগরদাঁড়িতে আজ থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী মধুমেলা। মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।
আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় সংস্কৃিত বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন, কাজী নাবিল আহম্মেদ, রণজিৎ কুমার রায় ও প্রাক্তন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, মেলা উপলক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মিজানূর রহমান জানান, মেলায় মধু ভক্তদের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্কাস, যাদু প্রদর্শনী, মৃত্যুকুপ, নাগরদোলা, বিসিকের কুঠির শিল্প স্টল, সার্কাস, পুতুল নাচসহ প্রতিদিন উন্মুক্ত মঞ্চে থাকছে মহাকবির সাহিত্য সৃষ্টির উপর বিষয় ভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। মেলায় নিরাপত্তার জন্য একটি পুলিশ ক্যাম্প স্থাপনসহ ডিবি ও র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version