ফিংড়ী প্রতিনিধি: আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা ঘোষণা করে মাঠে নেমেছেন তিনি। করছেন গণসংযোগ।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী এসএম শওকত হোসেন বলেন, আমি দীর্ঘ ৩১ বছর সদর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করেছি। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মী ও জনসাধারণের আহ্বানে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেবেন।
তিনি বলেন, দলীয় মনোনয়ন পেয়ে জনগণের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে সাতক্ষীরা সদর উপজেলাকে আধুনিক ও মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো।