জানুয়ারি ১৩, ২০১৯
সংরক্ষিত মহিলা আসনে আ’লীগের মনোনয়ন চাইবেন ফারহা দীবা খান সাথী
![]() ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ফারহা দীবা খান সাথী। তিনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সাতক্ষীরা ছফুরোননেছা মহিলা কলেজে অধ্যাপনারত ফারহা দীবা খান সাথী সাতক্ষীরা পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ১৯৯৬ সাল থেকে ২০০০ পর্যন্ত সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রলীগের সদস্য, ২০০০ সাল থেকে সাতক্ষীরা জেলা যুব মহিলা লীগের সভাপতি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত মহিলা সদস্য ও সাতক্ষীরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা, সাতক্ষীরা জেলা ফুটবল অ্যাসোশিয়েশনের নির্বাহী সদস্য, সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির অ্যাডহক কমিটির সদস্য, সাতক্ষীরা জেলা সাংস্কৃতিক পরিষদের মহিলা বিষয়ক সম্পাদিকা, সাতক্ষীরা শিশু হাসপাতালের সাংগঠনিক সম্পাদিকা ও জাতীয় মহিলা সংস্থার কার্যনর্বাহী কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 9,124,206 total views, 109 views today |
|
|
|