Site icon suprovatsatkhira.com

সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান শহীদ পরিবারের ডলি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের এমপি হতে চান পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কৃতি সন্তান সুরাইয়া বানু ডলি।
শুক্রবার বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।
উল্লেখ্য, সুরাইয়া বানু ডলি দীর্ঘদিন উপজেলা সদরের দু’টি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা করার কারণে কোন রাজনৈতিক কর্মকান্ডে সরাসরি সংশ্লিষ্ট ছিলেন না। তবে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার কর্মকান্ড পরিচালিত করেছেন। গত ২-৩ বছর তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। এলাকার সামাজিক ও সাংস্কৃৃতিক সংগঠনে বর্তমানে তার রয়েছে সরব উপস্থিতি।
তার পিতা শহীদ শেখ মাহাতাব উদ্দীন মনি। তিনি মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রশিক্ষক ছিলেন। ১৯৭১ সালের ২৮ জুলাই তিনি শহীদ হন। ডলির বড় ভাই শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু যুদ্ধকালীন কমান্ডার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। তার ছোট চাচা শেখ বেলাল উদ্দীন বিলু যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ছিলেন। তিনি শিব্সা সাহিত্য অঙ্গনের সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এবং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি পদে দায়িত্বে রয়েছেন।
সুরাইয়া বানু ডলি একান্ত সাক্ষাতকারে জানান, নির্বাচিত হয়ে তিনি নারী ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করতে চান। তিনি বলেন, অবহেলিত সুন্দরবন সংলগ্ন এ এলাকা থেকে ইতোপূর্বে কোন নারী মনোনয়ন প্রত্যাশা করেননি। আমি সরকারি চাকরি করার কারণে সরাসরি রাজনীতি করতে পারিনি। তবে আমি আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। সে অনুযায়ী জন্মসূত্রে আমি আওয়ামী লীগের লোক। আমার বিশ্বাস নারীর ক্ষমতায়নে বিশ্বাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে আমার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে আমার প্রতি সদয় হবেন এবং আমাকে দলীয় মনোনয়ন দিয়ে সংরক্ষিত নারী আসনের এমপি হিসাবে নির্বাচিত করে নারী ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করার সুযোগ দিবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version