শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর সরকারি মহসিন কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (৯ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে কলেজের ১৭নং কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক তন্মায় কুমার সাহা। এ সময় কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।