ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক, কাটুনিয়া রাজবাড়ী কলেজের প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে গণসংযোগ শুরু করেছেন। সাইদ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাঈদ-উজ-জামান সাঈদ বলেন, দলীয় মনোনয়ন পেয়ে বিজয়ী হলে শ্যামনগরের মানুষের জন্য সর্বপ্রথম বিশুদ্ধ পানির ব্যবস্থা করবো। ভূমিহীনদের মধ্যে খাসজমি বণ্টন, বেড়িবাঁধ, পর্যটন শিল্প বিকাশে প্রণোদনা প্রদান, মসজিদ, মন্দির, ক্লাবকে আধুনিকায়নসহ শিক্ষিত বেকারদের নানামুখি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেবো।