ডেস্ক রিপোর্ট: আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ও উপজেলা কৃষকলীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ফারুক হোসেন জানান, আমার জীবনটা শ্যামনগরবাসীর জন্য উৎসর্গ করে উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের জন্য রাজনীতি করতে চাই। যদি আমি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারি তাহলে সুপেয় পানি, সুপরিকল্পিত ভেড়ীবাঁধ, সবুজ বনায়নসহ বাল্যবিবাহ, যৌতুক প্রথা, মাদক, জঙ্গী ও সন্ত্রাস নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করবো। সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে যাবো।