জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর এ ছোবান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় প্রধান শিক্ষক শাহীন উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি এ কে ফজলুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক জিএম আবুল কাশেম, সাবেক সহকারি শিক্ষক অসীম রঞ্জন সাহা, ম্যানেজিং কমিটির সদস্য ডা. দবির উদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক নজরুল ইসলাম ।