জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: শ্যামনগরে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর রাজু জাবেদ। আরও উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়কারী জহির উদ্দীন, ঈশ্বরীপুর ইউনিয়ন গ্রাম আদালত সহকারি অনুপম কুমার ঘোষ, রমজাননগর গ্রাম আদালত সহকারি সবুজ যোদ্দারসহ সকল ইউনিয়নের গ্রাম আদালত সহকারিগণ। অনুষ্ঠানে প্রধান আলোচক ইউনিয়নের মামলা রেজিস্ট্রার এবং জলবায়ু পরিবর্তনের সাথে বিরোধীয় বিষয়ে গ্রাম্য আদালতের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সভা পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী শাহিনুর রহমান।