শ্যামনগর প্রতিনিধি: বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি শ্যামনগর উপজেলা শাখার ২০১৯ সালের ১ম সভা মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের উপজেলা সভাপতি মুক্তিযোদ্ধা আলী আশরাফ। বক্তব্য রাখেন, সহ-সভাপতি সাংবাদিক আবু সাঈদ, পদ্মপুকুর ইউনিয়ন সভাপতি সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, আটুলিয়া ইউনিয়ন সভাপতি আব্দুর রশিদ বিশ্বাস, বুড়িগোয়ালিনী সভাপতি সুকপদ হালদার, সাংগঠনিক সম্পাদক আফছার মোল্যা, কাশিমাড়ী সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, ঈশ্বরীপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ। সভায় জলমহল নীতিমালা ২০০৯ বাস্তবায়নের মাধ্যমে মৎস্যজীবী জেলেদের আর্থসামজিক উন্নয়নে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
9,098,964 total views, 3,103 views today