রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর গ্রামে মা ও বোনের উপর অভিমান করে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, রোববার বিকালে রমজাননগর গ্রামের গনেষ জোয়ারদারের মেয়ে ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কৃষ্মা বালা জোয়ারদারের সাথে ক্রিম মাখাকে কেন্দ্র করে তার বোনের মনোমালিন্য হয়। এ ঘটনায় কৃষ্মার মাতা সুশিলা রানী তাকে বকাবকি করে। এতে মা ও বোনের উপর অভিমান করে বিকাল ৫টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কৃষ্মা বালার আত্মহত্যার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রসঙ্গত, কৃষ্মা বালা জোয়ারদারের ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।