ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের হেঞ্চিখাল দখলদারদের কবজায়। প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো নিয়ে যেন কারও কোন মাথা ব্যথা নেই।
সরজমিনে গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু হেঞ্চি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন খালের পাড়ে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অবৈধ স্থাপনা। এতে একদিকে যেমন হারিয়ে যাচ্ছে জলাশয়ের প্রাণ অন্যদিকে দখল হচ্ছে সরকারি জমি। খালপাড়ে শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা অধিপ্তরের এফপিআই রক্তিম ইসলামেরও একটি মুদি দোকান রয়েছেঅ যেটি খালের মধ্যে আরসিসি পিলার দিয়ে তৈরি।
এছাড়া স্থানীয় ব্যবসায়ী আনসার, জলিলসহ আরও অনেকে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করছেন। স্থানীয়দের দাবি, এভাবে দোকান হতে থাকলে একদিন খালটি অস্তিত্ব হারাবে।
এ বিষয়ে শ্যামনগরের সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তদন্তপূর্বক ব্যবস্থা নেবো।