কালিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার দীর্ঘদিনের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা-৪ (কালিগঞ্জ আংশিক-শ্যামনগর) আসনের এমপি এসএম জগলুল হায়দার। রবিবার সন্ধ্যায় ঢাকায় অবস্থানকালে তিনি শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুর খবর জানতে পেরে রাতেই কালিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন। সোমবার ভোরে তিনি কালিগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুরে অবস্থিত শেখ ওয়াহেদুজ্জামান এর ‘কিছুক্ষণ’ নামক বাড়িতে যান। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমের বড় ছেলে কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসানকে সান্ত¡না দেন এবং সুখে-দুঃখে পরিবারটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন।