ডেস্ক রিপোর্ট: হাজারো মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হলেন সাতক্ষীরা সদর আসনের পুনর্নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) যশোর বিমানবন্দর থেকে ফেরার পথে সদরের ঝাউডাঙ্গা থেকে সাতক্ষীরার মুনজিতপুরস্থ মীর মহল পর্যন্ত রাস্তার দু’পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ অভিবাদন জানায় তাকে। বাড়িতে পৌঁছানোর পর সেখানেও মানুষের ঢল নামে। এ সময় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভালবাসায় আপ্লুত হয়ে পড়েন তিনি।