জানুয়ারি ১৪, ২০১৯
শংকরকাটি ক্লিনিকের স্বাস্থ্য সেবিকা তমালিকার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ!
![]() ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের শংকরকাটি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সেবিকা (এফডাব্লিউএ) দেবী তমালিকা ঝিলিকের বিরুদ্ধে স্বাস্থ্যসেবা দেওয়ার বিনিময়ে রোগীদের নিকট থেকে উৎকোচ গ্রহণের অভিযোগ উঠেছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর শংকরকাটি গ্রামের জনৈক গৃহিনী হাফিজা খাতুন এ বিসয়ে লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রোগীদের সরকারি প্রদত্ত বিনামূল্যের ইনজেকশন দেওয়ার নামে অবৈধ অর্থ দাবি করেন তমালিকা। অর্থ দিতে অপারগতা প্রকাশ করলে রোগীদের কে অকথ্য ভাষায় গালাগালি করেন তিনি। 9,099,172 total views, 3,311 views today |
|
|
|