যশোর প্রতিনিধি: যশোরে সমাজতান্ত্রিক ছাত্রফন্টের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্র সামবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দড়াটানার ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মার্কসবাদী বাসদের জেলা সমন্বয়ক হাসিনুর রহমান। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ছাত্রফন্টের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান ফরিদ। জেলা ছাত্রফ্রন্টের সভাপতি উজ্জ্বল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পলাশ পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্টের জেলা আহবায়ক রিপন হোসেন ও কেন্দ্রীয় ছাত্র ফন্টের সদস্য রুহুল আমিন। ছাত্র সমাবেশ থেকে নেতৃবৃন্দ কোচিং গাইড বন্ধ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষা ব্যয় হ্রাস, শিক্ষা বাণিজ্য বন্ধ, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ ও সর্বজনীন বিজ্ঞান শিক্ষা চালু করার দাবি জানান।