Site icon suprovatsatkhira.com

যশোরে শতাধিক মোটর সাইকেল আটক

যশোর প্রতিনিধি: নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা করে মোটর সাইকেল চালানোর অভিযোগে সদর ট্রাফিক পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে তল্লাশী বসিয়ে শতাধিক মোটর সাইকেল আটক করেছে। যা আগামী ২ জানুয়ারি যাচাই বাছাই করে ছাড়া হবে বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।
যশোর ট্রাফিক ইন্সপেক্টরের কার্যালয় সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের আদেশ ছিল নির্বাচনের ২৪ ঘন্টা আগে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারী থাকবে। সোমবার নির্বাচনের দ্বিতীয় দিন কমিশনের আদেশকে উপেক্ষা করে যশোর শহরের বিভিন্ন সড়কে মোটর সাইকেল চলাচল করে। এ কারণে ট্রাফিক বিভাগ শহরের প্রাণ কেন্দ্র দড়াটানা, জেলরোড, গরীব শাহ সড়কসহ বিভিন্ন পয়েন্টে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে শতাধিক মোটর সাইকেল আটক করে। গাড়িগুলো ট্রাফিক বিভাগের আওতায় রাখা হয়েছে। বুধবার গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই শেষে মালিকের কাছে হস্তান্তর করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version