যশোর প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১২ জানুয়ারি) রেজিস্টার প্রকৌশলী ড. আহসান হাবীব স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডার বিনা অনুমতিতে বন্টনের কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ জানান, এখনও আমি চিঠি পাইনি।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় ১২ পৃষ্টার ডেস্ক ক্যালেন্ডার ছেপেছে। সেই ক্যালেন্ডার স্পাইরাল বাইন্ডিং করায় একটি পাতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অনাকাঙ্খিতভাবে মাথার কিছু অংশ কাটা পড়েছে। অন্য একটি পেজেও একই সমস্যা হয়েছে। সেই ক্যালেন্ডার কিছু সংখ্যক বিতরণও করা হয়। এরপর শুরু হয় বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগ করা হচ্ছে। এ নিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনিবার্যকারণ বশত: ডেস্ক ক্যালেন্ডার প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন। অপর এক চিঠিতে বিনা অনুমতিতে ক্যালেন্ডার বিতরণ করায় জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদকেও সাময়িক বরখাস্ত করা হয়।
১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, এতদ্বারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণকে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর জনসংযোগ শাখা কর্তৃক বিতরণকৃত ২০১৯ সালের ডেস্ক ক্যালেন্ডার অনিবার্য কারণবশত প্রত্যাহার করা হলো। এ প্রেক্ষিতে ডেস্ক ক্যালেন্ডার (যদি কারো কাছে থেকে থাকে) জনসংযোগ শাখায় ফেরত পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনিবার্য কারণ বশত বললেও আসলে কী কারণে প্রত্যাহার করা হলো সে বিষয়ে পরিস্কার করেননি।
যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা আবদুর রশিদ সাময়িক বরখাস্ত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/