পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: আর্ত মানবতার সেবায় গঠন করা হয়েছে মানবতার কল্যাণ ফাউন্ডেশন। বাংলাদেশে অসহায় ও অসুস্থ মানুষের কল্যাণে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। আর চেয়ারম্যান হলেন সাতক্ষীরার কৃতি সন্তান, বাংলাদেশ শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক নাট্য নির্মাতা জি.এম সৈকত।
জিএম সৈকত বলেন, মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করেছি। এত বড় মহান দায়িত্ব দেওয়ার জন্য ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানাই। খুব শিঘ্রই ফাউন্ডেশনের কাজ শুরু করবো। বিশেষ করে আমার নিজ জেলা সাতক্ষীরার জন্য ভালো কিছু কাজের পরিকল্পনা আছে। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।