Site icon suprovatsatkhira.com

মধুমেলা শুরু হচ্ছে ২২ জানুয়ারি

যশোর প্রতিনিধি: আগামী ২২ জানুয়ারি কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হচ্ছে সাত দিনব্যাপী মধুমেলা। মধু কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে প্রতিবছর এই মেলার আয়োজন করা হয়। সোমবার (৭ জানুয়ারি) দুপুরে যশোর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক নূরে আলমের সভাপতিত্বে এক সভায় এ তথ্য জানানো হয়।
সভায় যশোরের শিল্পকলা অফিসার হায়দার আলী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, শিশু একাডেমির উপ-পরিচালক সাধন ঘোষ, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুকুমার দাস, দীপঙ্কর দাস রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মেলাকে ঘিরে অশ্লীলতা রুখতে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালায় টিকিটের ব্যবস্থা থাকছে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version