মণিরামপুর (যশোর) প্রতিনিধি: নতুন পাওয়ার টিলার কিনে জমিতে চাষ দেয়ার আগেই কাভার্ডভ্যানের ধাক্কায় লিটন হোসেন (৩৫) নামে এক পাওয়ার টিলার চালক নিহত হয়েছেন। নিহত লিটন উপজেলার রামনগর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে। বুধবার (২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুরের রামনগর মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বুধবার বিকেল চারটার দিকে নিজেই পাওয়ারটিলার চালিয়ে শ্যামকুড় বাজার হতে রামনগরে নিজ বাড়িতে ফিরছিলেন লিটন। বাড়ির সামনে পৌঁছুলে কেশবপুরগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৫-২৭৭২) পাওয়ার টিলারটিকে ধাক্কা দেয়। এসময় পাওয়ারটিলারসহ লিটন ছিটকে পড়ে পাওয়ার টিলারের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, নিহত লিটন গত মঙ্গলবার পাওয়ার টিলার কিনে নিয়ে আসে। ঘটনার দিন দোয়া অনুষ্ঠান করে বৃহস্পতিবার জমিতে চাষ কাজে ব্যবহারের কথা ছিলো। কিন্তু তার আগেই কাভার্ডভ্যান কেড়ে নিলো লিটনের প্রাণ।
মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় পাওয়ার টিলার চালক নিহত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/