মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের রাজগঞ্জে গুলিবিদ্ধ এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে ভোরে খেজুরের রস পাড়তে এসে স্থানীয় জামতলা ক্রাইম পয়েন্টের পাশে একটি মসুর ক্ষেতে এলাকার লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। লাশের বাম কানের ওপরে মাথায় একটি গুলির চিহ্ন রয়েছে। তার পরনে লুঙি, গায়ে কাল জ্যাকেট, পায়ে চামড়ার জুতা ছিল।
লাশের পাশ থেকে একটি পাইপগান ও একটি ত্রিশুল উদ্ধার করেছে পুলিশ।
থানার এসআই জহির রায়হান জানান, রাজগঞ্জের জামতলার এই পয়েন্টে প্রায় ডাকাতির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে রাতে ডাকাতির সময় দুই দল ডাকাতের মধ্যে সংঘর্ষ লাগে। তখন ডাকাতদের গুলিতে ওই যুবকের মৃত্যু হয়েছে।
জহির রায়হান বলেন, ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি ত্রিশুল উদ্ধার হয়েছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে অপর একটি সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ নিহত যুবকের নাম নজরুল ইসলাম। তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার ভান্ডারখোলা এলাকায়। গত ৪-৫ মাস ধরে তিনি স্ত্রী ও এক ছেলেকে নিয়ে মণিরামপুরের বাকোশপোল গ্রামের বড় পুকুরকান্দায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
বাকোশপোল গ্রামের রাজু জানান, সোমবার রাত ১২ টার দিকে পুলিশ পরিচয়ে একদল লোক নজরুলকে ধরে নিয়ে যায়। এরপর মঙ্গলবার সকালে তার স্ত্রী ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছেন।
মণিরামপুরে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
https://www.facebook.com/dailysuprovatsatkhira/