জানুয়ারি ১৩, ২০১৯
ভোমরায় অগ্নিকান্ডে একাধিক দোকান ভস্মীভূত
![]() আবিদ হোসেন, ভোমরা: ভাজার দোকানের গরম তেলের কড়া থেকে সৃষ্ট আগুনে ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর সংলগ্ন ৩টি দোকান ভস্মীভূত এবং তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৩ জানুয়ারি) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের অগ্নি নির্বাপক দল এবং ফায়ার ব্রিগেডের তৎপরতায় ভয়াবহ অগ্নিকা- থেকে রক্ষা পেয়েছে ভোমরা স্থল বন্দর-এমনটাই মন্তব্য প্রত্যক্ষদর্শীদের। 9,098,938 total views, 3,077 views today |
|
|
|