বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের নবনির্বাচিত এমপি এস.এম জগলুল হায়দারকে ফুল দিয়ে বরণ করে নিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় নেতাকর্মীরা এমপির বাসভবনে গিয়ে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার জোয়ারদার, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামী, বুড়িগোয়ালিনী যুবলীগের আহবায়ক জি.এম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।