ডেস্ক রিপোর্ট: পুনরায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর শপথ নিয়ে সাতক্ষীরায় ফেরায় সদর নির্বাচনী এলাকার বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের পক্ষ থেকে মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসা আর অভিনন্দনে সিক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
শনিবার (২১ জানুয়ারি) অভিবাদন ও ফুলেল শুভেচ্ছা জানাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সকালে আবাদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ, সহকারি শিক্ষক বিশ্বজিৎ মন্ডল, সিরাজুল ইসলাম, মোজাম্মেল হক, আব্দুস সামাদ, শহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, একই সময়ে চুপড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল জলিল, সহকারি সুপার মাওলানা গোলাম রব্বানী, সহকারি শিক্ষক মাওলানা আজিজুর রহমান, মাস্টার মহিদুর রহমান, আব্দুল্লাহ আল-মামুন, জহুরুল কবির, আক্তারুজ্জামানসহ শিক্ষক ও কর্মচারীবৃন্দ।