Site icon suprovatsatkhira.com

প্রচণ্ড শীতে রাজগঞ্জে ইরি-বোরো বীজতলা নষ্ট, ক্ষতিগ্রস্ত কৃষক

সিরাজুল ইসলাম, রাজগঞ্জ (মণিরামপুর): মণিরামপুর উপজেলার পশ্চিম এলাকায় প্রচণ্ড শীতে ইরি-বোরো ধানের বীজতলা নষ্ট হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে বহু কৃষি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পশ্চিম মণিরামপুর তথা রাজগঞ্জ অঞ্চলের ঝাঁপা, চালুয়াহাটী, মশ্বিমনগর, রোহিতা, খেদাপাড়া ও হরিহরনগর ইউনিয়নে অধিকাংশ কৃষকের বীজতলা নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, অতিরিক্ত ঠান্ডার কারণে ইরি-বোরোর বীজতলা নষ্ট হতে পারে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে মাঠে যেয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।
রাজগঞ্জের ঝাঁপা গ্রামের কৃষক সাহেব আলী, হানুয়ার গ্রামের মফিজুর রহমানসহ এলাকার অনেক কৃষক জানিয়েছেন, বিগত বছরগুলো থেকে এবছর চড়া দামে ধানের বীজ কিনে বপন করার পর প্রচণ্ড ঠান্ডার কারণে বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন নিরুপায় হয়ে চড়া দামে চারা কিনে রোপণের বিকল্প নেই।
এদিকে, একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঠান্ডার পাশাপাশি বিভিন্ন নামিদামি কোম্পানির প্যাকেটজাত বীজ কিনে বপন করেও প্রতারিত হয়েছেন অনেক কৃষক।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version