সাতক্ষীরায় দলিত নারী এবং মেয়েদের টেকসই মানবাধিকার সচেতনতামূলক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বেসরকারি সংস্থা ‘সহায়’ এর অফিস চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনডিপির সহযোগিতায় অনুষ্ঠানে চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা হাসান মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী, চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনছার আলী, গয়ড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক শহর আলী। উপস্থিত ছিলেন সহায় এর নির্বাহী পরিচালক মুক্তাবিউর রায়হান, প্রকল্পের সমন্বয়কারী মাসুম বিল্লাহ সোহাগ। (প্রেস বিজ্ঞপ্তি)