সাতক্ষীরা পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন তুহিনুর রহমান তুহিন। রোববার জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান বরাবর প্রেরিত একপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি নেন। ওই পত্রে তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাথে ছিলাম। ভবিষ্যতেও থাকবে। তবে দলীয় কোন পদে না থেকে সাধারণ কর্মী হয়ে থাকবো। দলীয় কার্যক্রম পরিচালনা এবং দলের স্বার্থে নিজের অজান্তে তার ব্যবহারে যদি কোন নেতাকর্মী কষ্ট পেয়ে থাকেন তাহলে নিজ গুণে ক্ষমা করার অনুরোধ জানান তিনি। একই সাথে উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে আওয়ামী লীগে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি